খুলনা বটিয়াঘাটায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক হেনস্তা ও হামলার শিকারঃ

মোঃ ইমরান হোসেন জেলা প্রতিনিধি খুলনাঃ




এলাকায় চোর আটকের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দূর্বৃত্তদের হাতে জখম হয়েছে সাংবাদিক নিত্যানন্দ মহালদার।
ঘটনাটি ঘটেছে গত ১৮ ফেব্রুয়ারি রবিবার রাত ৯ টায়  বটিয়াঘাটা থানাধীন  ডেউয়াতলা  গ্রামের মনোজিতের বাড়ির সামনে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের তথ্যসূত্র থেকে জানা গেছে গতকাল রবিবার রাত নয়টার দিকে বটিয়াঘাটার ডেউয়াতলা গ্রামের মনোজিতের বাড়ির পাশে কাকার বাড়ি চুরি করতে আশা   চোরকে আটক করে মনোজিতের  কাকার ডাক চিৎকারে আশেপাশের বেশ কিছু মানুষেরা এসে চোরকে ধরে, উপর্যুপরি মারধর করতে থাকলে  কে বি টিভি নিউজ এর ব্যুরো চীপঃ ও দৈনিক জাতীয় নাগরিক ভাবনা পত্রিকার বটিয়া ঘাটা উপজেলা  প্রতিনিধি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বটিয়াঘাটা উপজেলা শাখার সুযোগ্য সভাপতি নিত্যানন্দ মহালদার  তার নিজ ব্যাবসা প্রতিষ্ঠান মেসার্স গোসাই এন্টারপ্রাইজ, কিটনাশক,নগত,রকেট, এর দোকান থেকে বাড়ি যাবার সময় খবর পেয়ে  নিত্যানন্দ মহালদার ঘটনা স্থলে তার  পেশাগত দায়িত্ব পালনে  সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখতে পায় মনোজিতের কাকার বাড়িতে একজন চোর আটক করে বেশ কিছু  মানুষেরা আটককৃত চোর কে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারপিট করছে যার বেহাল অবস্থা দেখে সাংবাদিক  নিত্যানন্দ মহালদার বলছে এভাবে মারপিট না করে আপনারা পুলিশের সোপর্দ করুন তা না হলে ও  মারা যাবে আর তাতে করে উপরন্ত যে বাড়িতে চুরি করতে আসছে সেই ঝামেলায় পড়বে।
একথা বলার পর স্থানীয় ডেউয়াতলা গ্রামের ইকবাল শেখের ছেলে মোয়াইমিন শেখ (৩০) ও একই গ্রামে  রউফ শেখের ছেলে মহিন শেখ (২৫) সহ অজ্ঞাত চার-পাঁচজনে সাংবাদিক  নিত্যানন্দ মহালদারের দিকে তেড়ে এসে বলে তুই বেশি কথা বললে চোরের  সহযোগী  সাব্যস্ত করে তোকেও মারপিট করা হবে একথা বলতে বলতেই তারা সঙ্ঘবদ্ধভাবে নিত্যানন্দ মহালদার কে বেধড়ক মারপিট করে জখম করে।
তাতে তার শরীরের বিভিন্ন স্থানে লাঠি শুটা দিয়ে পিটিয়ে ও চড়ঘুসি লাথি মেরে শারীরিকভাবে যখম করে ফলে সে ঘটনার জেরে বেশি অসুস্থতার কারণে তাৎক্ষণিকভাবে বটিয়াঘাটা থানায় অভিযোগ করতে যেতে পারেনি বিধায় ১৯ শে ফেব্রুয়ারী  সকালে বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ করেছে সাংবাদিক নিত্যানন্দ।
অভিযোগ সূত্রে আরও জানা যায় দুর্বৃত্তরা তাৎক্ষণিক তাকে মেরেই ক্ষান্ত হয়নি তার কাছে থাকা তার ব্যাবসার ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়, উপরন্ত তাকে জীবননাশের হুমকি দিয়ে বলেছে এরপরে বাড়াবাড়ি করলে তোর হাত পা ভাঙ্গা হবে এমনকি এলাকায় সাংবাদিকতার পরিবর্তে মানসম্মান খুইয়ে চোর সাব্যস্ত করা হবে। অভিযোগ করা হলে এখন আসামী গ্রেফতার হয়নি।
তবে এ ঘটনার প্রতিবাদ করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি কাজী মনিরুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক এম এম তাজ উদ্দিন ও  দৈনিক জাতীয় নাগরিক ভাবনা পত্রিকার সম্পাদক শেখ রিফান আহমেদ সহ খুলনা বিভাগীয় ব্যুরো চীফ বিপ্লব সাহা ও অন্যান্য সাংবাদিক সংগঠনের সাংবাদিকগন ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে দুর্বৃত্ত ও সাংবাদিক এর উপরে নির্যাতনকারী উল্লেখযোগ্য ব্যক্তিদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে সর্বস্তরের  সাংবাদিকগন না হলে প্রেসক্লাবে

মানব বন্ধন করা হবে।

Comments