দাকোপ- বটিয়াঘাটা, তৃনমুল বিএনপি প্রার্থী এ্যাডঃগোবিন্দ চন্দ্র প্রামাণিকের সোনালি আঁশ মার্কার প্রচারণাঃ

শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো প্রধানঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (দাকোপ-বটিয়াঘাটা)  খুলনা-১ আসনের বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া,স্বরস্বতি মাধ্যামিক বিদ্যালয় ও বাজার চত্তর,চরাবাজার,কৃষ্ণ নগর বাজার,জিরো পয়েন্ট, নিজ খামার,হোগলা ডাঙ্গা,কৈয়া বাজার, শৈল মারী, আলায়পুর,রাজবাঁধ,গল্লামারি,মহাম্মদ নগর সহ  বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ এলাকায় সোনালী আঁশ প্রতীকের তৃণমূল বিএনপি  প্রার্থী গোবিন্দ   চন্দ্র প্রামাণিক  ৩০সে ডিসেম্বর শনিবারবার   দিনব্যাপী বিভিন্ন  এলাকা ঘুরে ঘুরে নানা ধরনের সমস্যা চিহ্নিত করণ ও তার সমাধান করতে এবং আগামীতে  পিছিয় পড়া দাকোপ-বটিয়াঘাটাকে স্বনির্ভর  ও ডিজিটাল দাকোপ-বটিয়াঘাটা হিসেবে গড়ার স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এসময় তিনি একাধিক পথসভা  ও গণসংযোগের পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ ও ভোটারদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে সোনালী আঁশ প্রতীকে ভোট  চান।  তিনি বলেন আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার ভোট আপনি দেবেন, নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নিয়েছেন। সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন  হবে,আমি নির্বাচিত হলে আধুনিক দাকোপ-বটিয়াঘাটা উপহার দেব,  এসময়  সফর সঙ্গী হিসাবে ছিলেন এ্যাডঃশুভ মজুমদার, শিক্ষক গৌতম রায়, নিলয় বিশ্বাস, তন্ময় মন্ডল, রবীন্দ্রনাথ, চিরঞ্জিত কুমার। রায় ডাক্তার হেমন্ত কুমার দাস, শুভজিৎ নিলয়, রবিন্দ্র নাথ দেবনাথ,তুষার গাইন,প্রজ্ঞা  বিস্বাস,মিথিল রায়,মিলটন বিস্বাস, রাজীব হালদার,মনোতোষ বৈরাগী, মনোতোষ মধু,বিপ্লব হালদার, শপ্না মন্ডল, ফার্থ রায়,ডা,গোপাল,চন্দন প্রমুখ সহ সহস্রাধিক  দলীয় অনুসারী সাথে ছিলেন ।

Comments