দাকোপের ইতিহাসে প্রথম পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার অনির্বান সাহাঃ

মোঃ ইমরান হোসেন জেলা প্রতিনিধি খুলনাঃ
সদ্য প্রকাশিত ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র  ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন দাকোপ উপজেলার চালনার গর্বিত পিতা ধীরাজ সাহা ও গর্বিত মাতা দূর্গা রানী সাহার মেধাবী ও কৃতি সন্তান অনির্বান সাহা।

খুলনা  বাসীর জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় যে, অনির্বান সাহা পররাষ্ট্র ক্যাডারে দাকোপের ইতিহাসে  প্রথম যিনি বিদেশের মাটিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবেন্।
ডিকেএসপি'র সাথে একান্ত আলাপচারিতায় অনির্বান সাহা বলেন, পররাষ্ট্র ক্যাডার আমার কাছে স্বপ্ন ছোঁয়ার মতো।।আমার অনুপ্রেরণা আমার বাবা মা সহ পরিবারের আশীর্বাদ,আমার সহধর্মিনী ডাঃবৈশাখী রায় এর সাপোর্ট,শিক্ষকদের ভালোবাসা।সকলে আমার জন্য আশীর্বাদ করবেন।

অনির্বান  তরুণদের উদ্দেশ্য বলেন, "Throughout my life I have achieved every single accomplishment that a guy would expect.From class five & Eight talentpool scholarships to SSC  HSC golden GPA 5 .From NotreDame to BUET.From the central bank to one of the finest department of Bangladesh .I tried my best to make my parents happy,make my teachers proud,make my surroundings joyful.Still there is something more that keeps me motivated. And that  is responsibility.I got some opportunities that many dont get.So If I waste it,then I will be wasting it not only for me but also for my family,my locality,my school & so on.
So I will request the young to feel global.Take some responsibility & make our country great.Thank you all".

উল্লেখ্য,  স্থানীয় গৌরবময় বিদ্যাপিট চালনা কেসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, নটরডেম কলেজ থেকে সফলতার সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

ভর্তিযুদ্ধে সফলতার স্বাক্ষর রেখে ভর্তি হন বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় বুয়েটে ।
অনির্বান সাহা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ,বুয়েট থেকে সিভিল স্নাতক Bsc in civil Engineering (BUET) শেষ করে বাংলাদেশ ব্যাংকের এডি হিসাবে বর্তমানে কর্মরত আছেন। এর আগে ৪১তম বিসিএস থেকে সড়ক ও জনপথ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তিনি খুলনার গর্ব।


Comments