বটিয়াঘাটা জমি নিয়ে দুই পক্ষে চলছে চাপা উত্তেজনাঃ

মোঃ ইমরান হোসেন
জেলা  প্রতিনিধি খুলনাঃ 

আমি গোলাম রহমান শেখ ( ৮৭) পিতা মৃত আব্দুল কলম্বক্স শেখ, ঝালবাড়ি, বিরাট, বটিয়াঘাটা খুলনা।আমার এই জমি আমার পৈত্রিক সম্পত্তি থেকে ভোগ দখল করে আসছি। এখানে আমার মৎস্য খামার রয়েছে।দীর্ঘদিন আমি এখানে অবস্থান করছি। বর্তমানে মিরান ও ইমরান নামে দুই ব্যক্তি তারা সরকারি চাকরি  রত , কিছু স্থানীয় কুচক্রি মহলকে সঙ্গে নিয়ে বিভিন্ন সময় আমার ঘেরা বেড়া ভেঙ্গে জমি দখলের পায়তারা  ভয় ভীতি ও জীবন নাশের হুমকি দিচ্ছে । আমি এডিএম কোর্টে মামলা প্রক্রিয়াধীন । সিভিলে মামলা করেছিলাম।  মামলার রায় আমার পক্ষে, উক্ত ১৬, ৫, ২০২৩ তারিখে ৪৪২৮ নং রেজিস্ট্রি কবলা দলিল মুলে নালিশী বিআরএস ৪৭০ নং দাগে ০.০৭একর জমি ১৪ লাখ টাকায় ইমরান ও মিরান বাদি উক্ত খরিদকৃত জমি বিজ্ঞ সহকারী জজ  বটিয়াঘাটা আদালতে দে ৪৩/২৩ নং প্রিয়েমেশন মিসকেইস যা বিচারাধীন।
সেখানে নিষেধাজ্ঞা পেয়েছি, আমি কোর্টে টাকা আমানত করেছি। মিরান ও ইমরানের বাড়ির ভিতরে আমি জমি পাই। আমি এই দাগে মোট এক একর ১২ শতক জমি পাই। আমার দাবি বিতর্কিতভাবে বা কোন ঝামেলা না করে
আইনের প্রতি অনুগত্য থেকে শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে প্রশাসনের  দৃষ্টি আকর্ষণ করছি। ইমরান শেখের কাছে  মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন মৃত শের আলী শেখের ওয়ারিশ দের কাছ থেকে জমি ক্রয় করিয়াছি।

Comments