শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো প্রধানঃ
বান্দা স্কুল এবং কলেজের শিক্ষক শশাঙ্ক শেখর ঢালী
গতকাল
২৯/১২/২০২৩ শুক্রবার নির্বাচন কমিশনার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে প্রিজাইডিং অফিসারের ট্রেনিং এ অংশ গ্রহণ করার অত্র কলেজের ইংরেজী শিক্ষক অনিশের মোটর বাইকের পেছনে বসে ট্রেনিংস্থল ডুমুরিয়া কলেজের উদ্দেশ্যে বান্ধা গ্রামের উত্তর পার্শের ওয়াপদার (পিচের) রাস্তা দিয়ে যাওয়ার প্রাক্কালে রাত
৮.৪৫ মিনিটের পর পরই কওছারের গেট থেকে আনুমানিক ১০০ গজ পূর্বে ফাঁকা জায়গায় রাস্তার আড়াআাড়ি দুই গাছে গরুবাঁধা কটের দড়ি টাঙানো ছিল( আশেপাশে কোনো লোক ছিলনা) যা চালক অনীশ হঠাৎ দেখলেও গাড়ি থামানোর পর্যায় না থাকায় , হঠাৎ বলে সামনে দড়ি- নিচু হন" বলতে বলতে তিনি নিচু হয়ে বাঁধা কাটালেও তাৎক্ষণিক ভাবে শশাঙ্ক শেখর ঢালী সতর্ক হবার পূর্বেই ঐ দড়ি তার গলায় বেঁধে পড়ে যায় ফলে,থুতনির কাছ হয়ে মাথার উপর দিয়ে বেরিয়ে যায়।তৎক্ষণাৎ পিচের রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পাশ,গলা ছিলে ও ব্যাপক ফুলে যায়,তখন জ্ঞান থাকলেও ওঠার মত পর্যায় থাকেনা।তখন ৮নং ওয়ার্ডের মেম্বর প্রীতিষ বৈরাগীও এসে পড়েন,আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় তাঁরা রোগীকে এলাকার ডাক্তার বাবু হিমাংশু বিশ্বাসের চেম্বারে নিয়ে গেলে তিনি প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বলেন- সমস্যা হবে না তারপরেও তিনি বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরামর্শ
দেন।ডা.রামেন্দ্র নাথ বিশ্বাস দেখে এবং মেডিকেল অফিসার
ডা.নীলাঞ্জন ঘোষ তুহিন কে দেখান
সে অনুযায়ী আজ ৩০ সে ডিসেম্বর শনিবার সকালে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিউরো মেডিসিনের সিনিয়র কনসালট্যান্ট
ডা.সাইদুর রহমান সাহেবকে দেখালে তিনি হিমাংশুবাবুর ব্যবস্থাপনাকে সাপোর্ট দিয়ে কোন সমস্যা নেই তবে কিছুদিন বেড রেস্টে থাকতে হবে বলে জানান।
এরপর গলার সমস্যার জন্য খুলনা মেডিকেল কলেজের
ডা.মিথুন পালকে দেখালে তিনি প্রেশক্রিপশান দিয়ে কিছুদিন ভয়েস রেস্টের কথা বলেন।তিনি এখন চিকিৎসা রত আছেন,
ঐ রাস্তায় দড়ি টাঙানোর ব্যাপারটা উদ্দেশ্য মূলক, মোটেই বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।গত বছর ভ্যান চালক তেঁতুলিয়ার ভূজঙ্গ বৈরাগীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে বলে জানা যায় এলাকা বাসি সুত্রে ।বিজ্ঞমহলের ধারণা মোটর বাইক/ভ্যান/টাকাকড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যেই এমন দড়ির ফাঁদ পাতা হয়ে থাকে।এ ব্যাপারে স্থানীয় পরিযদ ও প্রশাসনের সংশ্লিষ্ট মহলকে আশু যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী এলাকাবাসীর।
Comments
Post a Comment