অযোদ্ধায় ভগবান শ্রী রামের প্রান প্রতিষ্ঠা ২২ শে জানুয়ারি সোমবারঃ

শ্রী নিত্যানন্দ মহালদার কলকাতা ইন্ডিয়াঃ


পাঁচহাজার বছর পর অযোদ্ধায় শ্রী রামের মন্দিরে ২২ জানুয়ারি  সোমবার ২০২৪ শে শ্রী রামের প্রান প্রতিষ্ঠা হবে আজ, সারা ভারত বর্ষ সহ বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ রাম ভক্ত অংশ গ্রহণ করছেন এ মহা যজ্ঞে এছাড়া বিভিন্ন সেলি ব্রেটি ও রাজনৈতিক বৃন্দরাও যাচ্ছেন। অযোদ্ধা রাজা দশরথের পুত্র রামচন্দ্র, বিশ্বের সকল সনাতনিরা এই আনন্দে মাতোয়ারা, সারা ভারত বর্ষ আলোক সজ্বায় সজ্জিত। রাম মন্দিরের ৪৬ টা দরজার মধ্যে ৪২ টা দরজা সর্ণের, জানাযায় এক একটা দরজা ১০০ এক শত কেজি সর্ণ দিয়ে নির্মিত।

Comments