ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থাঃ

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ

সমিতির নিয়ম বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে ডুমুরিয়া উপজেলার দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা এনেছে সমিতির নেতৃবৃন্দ। গত ৩ জানুয়ারি সকাল ১১টায় দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির ১১ সদস্যের মধ্যে ১০ জনের উপস্থিতিতে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মোল্লা, প্রশান্ত কুমার জোয়াদ্দার, কামাল হোসেন,বায়েজিদ হালদার,তাপস চক্রবর্তী,মুস্তাফিজুর রহমান,মোঃ সামছুর রহমান, সুজন রায়, রিজাউল করিম ও নিত্যানন্দ মন্ডল। 
সমিতির নেতৃবৃন্দ জানায়,দলিল লেখক সমিতির ১১জন নির্বাচিত কর্মকর্তার মধ্যে সভাপতি মোঃ ফাররুখ হোসেন খান বেশ কিছুদিন যাবৎ সমিতির সকল কর্মকান্ডে অংশ গ্রহন না করাসহ সাধারণ সভায় হাজির হচ্ছেন না। সমিতির সকল খাতা পত্রাদি সাধারণ সম্পাদক এর নিকট থেকে হিসাব দেখার কথা বলে নিজ বাড়িতে নিয়ে বে-আইনিভাবে আটকে রেখে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোল্যাকে অব্যাহতি দিয়েছে। যার প্রেক্ষিতে সাধারণ সম্পাদক সভাপতির বিরুদ্ধে উকিল নোর্টিশ করেছেন। তাছাড়া সমিতির সভাপতি গত ২মাস ধরে সমিতির সঞ্চয়ের চাদা আদায়ের সকল টাকা নিজে গ্রহন করে কোন হিসাব দিচ্ছেন না। এ কারণে ১১ জন নির্বাচিত সদস্যদের মধ্যে ১০ জনই সর্বসম্মতিক্রমে সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনাসহ সমিতির সকল কার্যক্রম সাময়িক স্থগিত করেছে।
এ ব্যাপারে সভাপতি মোঃ ফাররুখ হোসেন খান বলেন, আমার বিরুদ্ধে অনাস্থার বিষয়টি আমি শুনেছি। তবে যাদের স্বাক্ষর আছে তারা অনেকেই বিষয়টি জানে না। তাছাড়া আমি সভার হাজির হই না, এ বিষয়টি সত্য নয়।

Comments