বটিয়াঘটায়"আত্মঘাতী ড্রেজার" বসিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন সাংবাদিক ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধঃ

মোঃ ইমরান হোসেন জেলা প্রতিনিধি খুলনাঃ
খুলনার বটিয়াঘাটা  উপজেলার বিভিন্ন এলাকায় খাল ও পুকুরের মধ্যে 'আত্মঘাতী ড্রেজার' বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে ভূমিধস আত্মংকে বসতবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা এবং হুমকির মুখে পরিবেশ। স্থানীয় প্রযুক্তিতে তৈরি এসব ড্রেজার দিয়ে গ্রামাঞ্চলের খাল, বিল ও পুকুর থেকে যত্রতত্র ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।সরজমিন উপজেলার গঙ্গা রামপুর ইউনিয়ন এর প্রাথমিক বিদ্যালয়ের কাছে  মোহাম্মদ শেখ এর বাড়ির সামনে  চলাচলের রাস্তা সংলগ্ন পিচের রাস্তার পাশে বালু ভরাট চলছিল, ফলে আমতলা নদী দিয়ে বরিং করে  খাল হইতে আত্মঘাতী ড্রেজার দিয়ে ভূগর্ভস্থ হতে বালু উত্তোলন চলছে।
ভূগর্ভস্থ হতে বালু উত্তোলনকৃত শ্রমিকদের নিকট বালু উত্তোলনের বিষয় জানতে চাইলে  প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ করেন।
ভাঙ্গন ও ভূমি দশের আতংকে  উপজেলায় আত্মঘাতী ড্রেজার বন্ধের দাবী জানিয়ে উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।এলাকাবাশির অভিযোগে বটিয়াঘাটা উপজেলা প্রাশাসন ও স্থানীয় সাংবাদিকদের যৌথ হস্তক্ষেপে ১১/২/২৪ বিকাল ৪.৩০ মিনিটে  আমতলা নদীর বালুতলা বন্ধ হয়েছে। ফলে রক্ষা পেল আমতলা নদীর পাড় দিয়ে যাওয়া গোন্ধামারি বাসির চলাচলের একমাত্র মাটির রাস্তাটি।

Comments