বটিয়াঘাটা থানা ওপেন হাউজ ডে অনুষ্ঠিতঃ

শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীপঃ 

বটিয়াঘাটা  থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি 
পুলিশিং ও পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ১৯ ফেব্রুয়ারী  সোমবার সকাল ১০ টায় উপজেলার ২ নং সদর ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে, বটিয়াঘাটা থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত  পুলিশ সুপার সি সারকেল মফিজুর রহমান, বটিয়াঘাটা থানার অফিসার্স ইনচার্জ রিপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক বাংলা দেশ প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন সুমন মোল্যা, স্থানীয় জন প্রতিনিধি ইউপি সদস্য,লিপিকা যোদ্ধার,  রমা রাণী মন্ডল, পপি তরফদার, হিমাংশু মন্ডল, কিংকর, এস আই ইসলাম, এসআই শরিফুল, এসআই ইমদাদ, এসআই কৌশিক, এসআই কাওসার, এ এস আই এখলাছ,এএসআই সবুজ, এএসআই জাহিদুল, এএসআই রাজু, এএসআই ইদ্রিস, এএসআই সুরজিত,এছাড়াও থানার সকল পুলিশ সদস্য গন উপস্থিত ছিলেন, 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট,ইভটিজিং কেরাম বোর্ডের জুয়া,মাদক, কিশোর গ্যাং, নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ। এসময়  প্রধান অতিথী তার বক্তব্য বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট,ইভটিজিং কেরাম বোর্ডে জুয়া, কিশোর গ্যাং, নিরসনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের এগিয়ে আসতে হবে, সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে,বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার  বলেন আপনারা যে কোন তথ্য আমাদেরকে দিবেন আমরা আপনার পরিচয় গোপন রাখাবো এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিব পুলিশ আপনাদের সাথেই আছে প্রয়োজনে আপনারা  ৯৯৯ কল দিয়ে সহযোগিতা নিতে পারেন।

Comments