চালনা পৌরসভায় চিলড্রেন পার্কস্কুলের সফলতাঃ

শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো প্রধানঃ
পরিশ্রমের পর বিজয়ের সাদ টাই যেন একটু অন্যরকমের তৃপ্তি!"
বারবার বলা হয় চিলড্রেন পার্ক স্কুল
সেরার সেরা!! এখন শুধু দাকোপ উপজেলার সেরা নয় খুলনা বিভাগের মধ্যেও সেরা!!
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সমগ্র বাংলাদেশ ব্যাপী  বৃত্তি পরীক্ষা ২০২৩ এ সমগ্র খুলনা বিভাগীয় অঞ্চলের মধ্যে চিলড্রেন পার্ক স্কুলের দুইজন শিক্ষার্থী-
১ম স্থান অধিকার করে ১৫ জন বৃত্তি পায়,
সমগ্র বাংলাদেশের মধ্যে ২য়  স্থান অধিকার পায় ,সমগ্র বাংলাদেশের মধ্যে ১০ জনের মধ্যে অন্যতম একজন  হওয়ায় এবং সমগ্র খুলনা বিভাগ অঞ্চলের মধ্যে ফলাফলের দিক দিয়ে চিলড্রেন পার্ক স্কুল
তৃতীয় স্থান অধিকার  করায়  সমগ্র দাকোপ বাসী সহ খুলনা বিভাগের সমগ্র মানুষকে অভিবাদন ও অভিনন্দন জানিয়েছেন চিলড্রেন পার্ক স্কুলের প্রিন্সিপাল সাগর সেন।
এভাবেই যেন চিলড্রেন পার্ক  স্কুলকে বাংলাদেশের মধ্যে শিক্ষার দিক দিয়ে  শীর্ষ পর্যায়ে পৌঁছে নিতে পারে, এটাই সবার কাছে  কামনা করেছেন সাগর সেন।

Comments