মাদক মামলার সাজাপ্রাপ্ত ১- জন আসামী বটিয়াঘাটায় গ্রেপ্তারঃ
শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীপঃ
বটিয়াঘাটা থানার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের
আসামী মোঃ আশরাফুল খাঁন রনি(২৬) পিতা-মৃতঃকামরুল খান, ডেউয়াতলা গ্রাম থেকে বটিয়াঘাটা থানার পুলিশ গ গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করেন
খুলনার সোনাডাংগা থানার মাদক মামলায় গ্রেপ্তার হয়ে মামলা নং০৩ (১২)১৭, মাদক দ্রব নিয়ন্ত্রন আইন২৭/১০/২০২৩, মাদক মামলাট ৯(ক)১ বছর ১ মাস কারাদন্ড ২ হাজার টাকা অর্থদ্ন্ড, অনাদায়ে আরও দশ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে চীপ মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট আদালত খুলনা,উক্ত সাজাপ্রাপ্ত আসামী।দীর্ঘদিন পলাতক থাকার কারনে পুলিশ গ্রেফতার করতে হিমশিম খাচ্ছিল।অবশেষে১/০৪/২৪ সকাল প্রায় ১১ ঘটিকার সময় বটিয়াঘাটা থানার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের দায়ীত্ব প্রাপ্ত বিট অফিসার এসআই মোস্তাফিজুর রহমান, সঙ্গীয় সহ ফোর্স নিয়ে সুকৌসলে অভিষান পরিচালনা করে তাহার বসবাসের বাড়ি হইতে গ্রেফতার করতে গেলে পুলিশে উপস্থিতি টের পেয়ে দৌড় দিয়ে বাড়ির উত্তর পাসে তরমুজ খেতে যায়, পুলিশ ও পিছন পিছন দৌড়াতে থাকে, প্রায় দু কিলোমিটার দৌড়ানোর পর আসামিয়া দৌড়াতে পারে না তখন বটিয়াঘাটা থানা পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় দির্ঘদিন ধরে বটিয়াঘাটা থানার এস আই মোস্তাফিজুর কে দেখা যায়, মাথায় গামছা বেধেঁ কৃষকের বেশে,কখন জাল হাতে জেলের বেসে নদিতে মাছ ধরতে, উক্ত আসামী কে আজ ১/০৩/২৪ সকাল ১২ টায় জেল হাজতে পাঠানো হয়,গঙ্গারামপুর ইউনিয়ন বিট অফিসার মোস্তাফিজুর রহমান , গঙ্গারামপুর বাসি টিম নামে একটা whatsapp গ্রুপও খুলেছেন, সকলকে সকল গোপন তথ্য দেওয়ার কথা বলেছে,বটিয়াঘাটা থানার অফিসার ইন চার্জ রিপন কুমার মন্ডল বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।
Comments
Post a Comment