কক্সবাজার রামু র্যাবে অভিযানে ১টি অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী আটক।
জামাল উদ্দীন- কক্সবাজার জেলা প্রতিনিধি
গোপন তথ্যের ভিত্তিতে অবগত হয় যে, কক্সবাজার জেলার রামু থানাধীন কচ্ছপিয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকাস্থ মোঃ সাহাব উদ্দিন তার বসত ঘরে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৭ জুলাই ২০২৪ তারিখ অনুমান ১৪.৩০ ঘটিকার সময় কক্সবাজারের রামু থানাধীন কচ্ছপিয়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ সাহাব উদ্দিন (৩৭), পিতা-মৃত মোহাম্মদ হোসেন, মাতা-রোকসানা বেগম, সাং-কচ্ছপিয়া উত্তর টেকপাড়া, ০১নং ওয়ার্ড, থানা-রামু, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত সন্ত্রাসীর দেহ তল্লাশী করে ০১টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান এবং ০২ রাউন্ড ১২ বোর এর কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত সাহাব উদ্দিন একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড দীর্ঘদিন ধরে পরিচালনা করছিল। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে কক্সবাজারের মহেশখালীসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা হতে বিভিন্ন মাধ্যমে অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহ এবং তা বিভিন্ন সন্ত্রাসীদের নিকট বিক্রয় করতো।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Comments
Post a Comment